২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অ্যাপলের নতুন আইপ্যাড মিনি

অ্যাপলের নতুন আইপ্যাড মিনি -

নতুন প্রজন্মের আইপ্যাড মিনি উন্মোচন করেছে অ্যাপল। ডিভাইসটিতে নতুন রাইটিং টুল ও উন্নত সিরি অ্যাসিস্ট্যান্টের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার রয়েছে। এটি আইপ্যাড মিনির সপ্তম প্রজন্ম, যা পূর্ববর্তী সংস্করণের তিন বছর পর এলো। অ্যাপল জানিয়েছে, বড় কোনো ডিজাইন পরিবর্তন ছাড়াই আপডেটটি মূলত অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়েই করা হয়েছে। নতুন আইপ্যাড মিনি এ-১৭ প্রো চিপ দ্বারা চালিত, যা এর আগে আইফোন-১৫ প্রো মডেলগুলোয় ব্যবহার হয়েছে। এ চিপ আগের প্রজন্মের আইপ্যাড মিনির তুলনায় ৩০ শতাংশ দ্রুততা প্রদান করবে। অ্যাপলের নতুন এআই সফটওয়্যার চালানোর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে দ্রুতগতির চিপসহ আরো বেশি স্টোরেজ বিকল্প রয়েছে, পাশাপাশি অ্যাপল পেনসিল প্রো সমর্থন করবে ডিভাইসটি। অ্যাপল চলতি মাসে যুক্তরাষ্ট্রে আইপ্যাড মিনির জন্য প্রথম এআই ফিচার প্রকাশ করার পরিকল্পনা করেছে। এটি সফটওয়্যার আপডেটের মাধ্যমে প্রথমে ইংরেজি ভাষায় শুরু হবে। নতুন ফিচারগুলো এ-১৭ প্রো বা এমওয়ান চিপযুক্ত আইপ্যাড মডেলে পাওয়া যাবে। অ্যাপল কয়েক মাসের মধ্যে ইমেজ জেনারেশন টুল ও চ্যাটজিপিটি সক্ষমতাসহ আরো কিছু উন্নত ফিচার চালু করবে বলে জানিয়েছে কোম্পানিটি। নতুন আইপ্যাড মিনির দাম ৪৯৯ ডলার থেকে শুরু।


আরো সংবাদ



premium cement